Want to be a
Soolegal Member
What A Common Man Should Do To Prevent Cyber Crime? (In Bengali)

কম্পিউটার , মোবাইল , স্মার্টফোন  ইত্যাদি দ্বারা আজ জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কোন না কোন ভাবে দিনের কোন একটা সময় আমরা সাইবার জগৎ বা এই ভার্চুয়াল জগতের মধ্যে ঢুকে পরি এবং এই আষ্টেপৃষ্টে বাধা জগতটার ক্ষতিকারক দিক থেকে আমরা কিভাবে বাঁচব তা আমাদের সকলকেই জানতে হবে । আমার মতে প্রতিটি সাধারণ মানুষের সাইবার ক্রাইম থেকে বাঁচার জন্য নিম্নলিখিত বিষয়গুলো জানা এবং মেনে চলা উচিত :

প্রথমত: আমরা এই ধরণের অভিযোগ থাকলে নিকটাবর্তী থানায় অভিযোগ জানাতে পারি। কোলকাতার লোকদের সুখবর তাদের জন্য লালবাজারে নির্দিষ্ট সাইবার পুলিস স্টেশণ আছে। অন্যজায়গাতেও এর বিকল্প ব্যবস্থা আছে। কোন রকম অশ্লীল মেল বা পোস্ট যদি আপনার কাছে আসে সেক্ষেত্রে নির্দিষ্ট থানায় অভিযোগের সাথে ঐ মেল বা পোস্টের একটা প্রিন্ট দেবেন এবং আপত্তিজনক সাইটের ইউআরএল সংরক্ষণ করুন এবং তদন্ত কর্তৃপক্ষকে সরবরাহ করুন|ফেসবুকের বা অন্য সাইটের লগ ফাইলের ডেটা অক্ষত থাকা দরকার।


থানায় অভিযোগ জানানো ছাড়া ও তথ্যপ্রযুক্তি আইনের যে কোন ধারায় অপরাধ করলে ৫ কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণের জন্য অ্যাডজুডিকেটারের নিকট আবেদন করতে পারেন। অ্যাডজুডিকেটার হলেন রাজ্যের তথ্য প্রযুক্তি বিভাগের সম্পাদক 


তথ্য প্রযুক্তি (পাবলিক দ্বারা তথ্যে প্রবেশ করার ক্ষেত্রে অবরোধ করার কার্যপ্রণালী এবং সুরক্ষাবিধি 2009 অনুযায়ী কোন ব্যক্তি নির্দিষ্ট প্রদ্ধতিতে উপযুক্ত আধিকারীকের কাছে সর্বসাধারণের দ্বারা তথ্যে প্রবেশের ক্ষেত্রে ব্লক বা বন্ধ করার জন্য অভিযোগ করতে পারেন বা নোডাল আধিকারীকের মাধ্যমেও অভিযোগ করতে পারেন।


মনে রাখতে হবে ইন্টারনেটে তথ্যের কমবেশী ৬০ শতাংশপর্নোগ্রাফির সঙ্গে সম্পর্কযুক্ত তাই সাইবার আইন বিশেষজ্ঞদের মতে ভারতীয় শিশু বা নারীদের একটি বড় অংশ এর লক্ষ্যবস্তু হতে পারে। তাই ফেসবুক ইত্যাদিতে বিচরণ করার সময় সাবধানতা রাখতে হবে। চেনা বৃত্তের বাইরের বন্ধুদের সাথে সতর্ক হয়ে তথ্য আদানপ্রদাণ করা উচিত। নাবালক ও নাবালিকাদের ক্ষেত্রে চরম সতর্কতা বাড়ীর অবিভাকদের নেওয়া উচিত।


অনলাইন সাইটগুলি এড়িয়ে চলুন যা ইউআরএল http দিয়ে শুরু করে এবং কেবল https বহনকারী সাইট ব্যবহার করে |


মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল ও ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করুন |
কোনও ব্যাংক বা ফিনান্সিয়াক ইনস্টিটিউট কখনও আপনাকে ফোনে আপনার ব্যক্তিগত ডেটা জিজ্ঞাসা করবে না |


আপনাকে বোকা বানানোর বিভিন্ন ধরণের ফিশিং আক্রমণ থেকে সাবধান থাকুন |


সঠিক জ্ঞান ব্যতীত কোনও অজানা লিঙ্কে ক্লিক করবেন না |


আপনার অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড প্রায়ই পরিবর্তন করার চেষ্টা করুন |


আপনার পাসওয়ার্ডে অক্ষরসংখ্যাবিশেষ অক্ষর থাকা উচিত। এটিতে কোনও অভিধানের শব্দ থাকা উচিত নয়।


আপনার নেটব্যাঙ্কিং ডেটা সুরক্ষিত রাখুন|


মোবাইল এবং আপনার কম্পিউটারের জন্য একটি শক্তিশালী অ্যান্টিভাইরাস ব্যবহার করুন |


পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা এড়িয়ে চলুন |


সুরক্ষা রক্ষী নেই এমন এটিএম এড়িয়ে চলুন|

Please read details.....


Active Members view all